অক্ষয়কুমার মৈত্রেয় – (ইংরেজি: Akshay Kumar Maitreya; ১ মার্চ ১৮৬১ – ১০ ফেব্রুয়ারি ১৯৩০)। প্রখ্যাত ব...
অক্ষয়কুমার মৈত্রেয় – (ইংরেজি: Akshay Kumar Maitreya; ১ মার্চ ১৮৬১ – ১০ ফেব্রুয়ারি ১৯৩০)। প্রখ্যাত বাঙালি ইতিহাসবেত্তা ও সমাজকর্মী। বাংলাদেশের রাজশাহী জেলার তৎকালীন নেতৃস্থানীয় আইনজীবী ছিলেন। মানবিক জ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষ করে ইতিহাস, সাহিত্য, ভাষা, সংস্কৃতি. চিত্রকলা এবং প্রত্নতত্ত্ব বিষয়ে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। ধারণা করা হয় তার বিচক্ষণতায় প্রভাবিত হয়েই শরৎকুমার রায় বরেন্দ্র রিসার্চ সোসাইটি এবং বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাপে যে সকল অক্ষয়কুমার মৈত্রেয় রচনাসংগ্রহ রয়েছেঃপ্রাককথন | বঙ্গভূমি ও বাঙ্গালী | বৌদ্ধধর্ম | বঙ্গে তুর্কী আক্রমণ | উত্তরবঙ্গের পুরাকীর্তি | তাম্রশাসন | ভাস্কৰ্য্য ও চিত্রকলা | অষ্টাদশ শতকের বাংলা | বস্ত্রশিল্প | জীবন-কথা ও স্মৃতিচারণ | অভিভাষণ | পরিশিষ্ট : পত্রাবলিসিরাজদ্দৌলা গ্রন্থ ও অন্ধকূপ হত্যার বিরুদ্ধে অক্ষয়কুমারব্রিটিশ ঐতিহাসিকেরা নবাব সিরাজদ্দৌলাকে নির্দয়, উদ্ধত, স্বেচ্ছাচারী হিসেবে তুলে ধরে তাকে কলঙ্কিত করেছলেন। অক্ষয়কুমার তার সিরাজদ্দৌলা (১৮৯৮) নামের গবেষণামূলক গ্রন্থে তাদের বিরুদ্ধে যুক্তি-প্রমাণ সহকারে লেখেন। ১৯১৬ সালের ২৪শে মার্চ এশিয়াটিক সোসাইটিতে এক সভায় তিনি অন্ধকূপ হত্যা অলীক ও ব্রিটিশ শাসকগোষ্ঠীর মিথ্যা প্রচার বলে প্রমাণ করেন।মৃত্যুঅক্ষয়কুমার মৈত্রেয় ১৯৩০ সালের ১০ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।প্রকাশিত গ্রন্থসমরসিংহ (১৮৮৩)সিরাজদ্দৌলা (১৮৯৮)সীতারাম রায় (১৮৯৮)মীরকাসিম (১৯০৬)গৌড়লেখমালা (১৯১২)ফিরিঙ্গি বণিক (১৯২২)অজ্ঞেয়বাদ (১৯২৮)যেহেতু অফলাইনে পড়ার সুবিধা সহ নানান ফিচার আমরা অ্যাপে তুলে ধরেছি সেহেতু আশা করছি আপনাদের অ্যাপটি ভাল লাগবে। ভাল লাগলে ৫* রিভিউ দিয়ে সহায়তা করবেন। এছাড়া আমাদের স্টোরে জহির রায়হান সমগ্র । আমার লাইব্রেরি সহ অসংখ্য জনপ্রিয় এপস রয়েছে তা ব্যবহার করার আমন্ত্রণ রইল।ধন্যবাদটেকসেরি কর্পোরেট